এসি মিলানের নতুন কোচ পিওলি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-১০ ১৬:১৯:০৬

ইতালিয়ান ফুটবল জায়ান্ট এসি মিলান দলের নতুন কোচ হলেন স্টেফানো পিওলি। মঙ্গলবার বরখাস্ত হওয়া মার্কো গিয়ামপাওলোর স্থলাভিশিক্ত হচ্ছেন পিউলি। কোচ হিসেবে মাত্র সাত ম্যাচ দায়িত্ব পালনের পরই গিয়ামপাওলোকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।
নগর প্রতিদ্বন্দি ইন্টার মিলানের সাবেক বস পিওলিকে নিয়োদ দানের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছে এসি মিলান কর্তৃপক্ষ।
ডার্বি ম্যাচে ইন্টারের কাছে ২-০ ব্যবধানেসহ সিরি এ লিগে চলতি মৌসুমে প্রথম সাতটির মধ্যে চারটিতে পরাজিত হওয়ার পর গিয়ামপাওলোকে বরখাস্ত করে এসি মিলান। তার পরিবর্তে দলের নতুন দায়িত্ব তুলে দেয়া হয় অতি সম্প্রতি ফিওরেন্টিনার কোচের দায়িদ্ব পালন করা পিওলিকে। মৌসুমে দুই মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে ৫২ বছর বয়সী পিওলিকে।
সানবিডি/ঢাকা/এসআই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












