ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন নেইমার। সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামলেও দেশের হয়ে শততম ম্যাচ খেলা হবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটিতে মাঠে নামলে ব্রাজিলের মাত্র সপ্তম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন নেইমার।
এর আগে ব্রাজিলের জার্সিতে এমন কৃতিত্ব অর্জন করেন রবিনহো (১০০), ক্লদিও তাফারেল (১০১), লুসিও (১০৫), দানি আলভেজ (১১৬), রবার্তো কার্লোস (১২৫) ও কাফু (১৪২)। এদের মধ্যে রবিনহো ছাড়া বাকি সবাই ডিফেন্ডার। যা মানে হলো দ্বিতীয় ফরোয়ার্ড হিসেবে ব্রাজিলের জার্সিতে শততম ম্যাচ খেলবেন নেইমার।
দেশের হয়ে এখন পর্যন্ত ৯৯ ম্যাচে ৬১ গোল করেছেন নেইমার। আর ৯৮ ম্যাচে ৬২ গোল নিয়ে দ্বিতীয়স্থানে ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো। ৯২ ম্যাচে ৭৭ গোল করে শীর্ষে কিংবদন্তি পেলে।
সানবিডি/ঢাকা/এসআই