বিদায়ী সপ্তাহের চার কার্যদিবসই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। একইসাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৭৬ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৩০৩ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬৮২ কোটি ৮১ হাজার ২০০ টাকা বা ৩৪.৮২ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫৮ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ৫০৮ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩১৯ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৭৫ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৯০১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭২ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৮২৫ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৮ পয়েন্ট বা ২.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮১০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বা ২.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫১ পয়েন্ট বা ২.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১১ পয়েন্ট এবং ১৭০৪ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৫২ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৪৪৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৮৮৭ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৯৭ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ৪৪২ টাকা বা ৬৫ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬৭ পয়েন্ট বা ২.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২২২ পয়েন্ট বা ২.৪৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৩৫ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৫ পয়েন্ট বা ২.২৫ শতাংশ এবং সিএসআই ২১ বা ২.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৯০০, ১২ হাজার ৮৮৭, ১ হাজার ৭৯ ও ৯৫৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, দর কমেছে ২৪৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮টির।
সানবিডি/এসকেএস