ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এম এল ডায়িং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২০ দশমিক ১৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৩ লাখ ৮৯ হাজার ২৫০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এটলাস বাংলাদেশের র বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের দর বেড়েছে ১৩ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯৪ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টিউবসের ১৩ দশমিক ২৫ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১১ দশমিক ৯৮ শতাংশ, জেড গ্রুপের কোম্পানি শাহিনপুকুর সিরামিকের ১১ দশমিক ৭২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৯ দশমিক শূন্য ৭ শতাংশ, আইসিবি ইমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিমের ৭ দশমিক ৬৯ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৭ দশমিক ৩৬ শতাংশ এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৪২ শতাংশ দাম বেড়েছে।
সানবিডি/এসকেএস