ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি টপকানো ইনিংস খেললেন ওপেনার সাইফ হাসান। তার দেখানো পথে হেঁটে অর্ধশতক হাঁকালেন অপর ওপেনার মোহাম্মদ নাঈম। তাতে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশাল সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রানের সংগ্রহ পেয়েছে টসে হারা বাংলাদেশ।
সাইফ ও নাঈমের ব্যাটে উড়ন্ত শুরু পায় অতিথি দল। দলীয় ১২০ রানে থামে তাদের ওপেনিং জুটি। ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ে বাধা দিয়ে উইকেট ছাড়া হন নাঈম। এর আগে ৭৬ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৬৬ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
উইকেটের একপ্রান্ত আগলে রাখেন সাইফ। তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি অন্যরা। থিতু হয়ে ফিরেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৩৫)। বাকিদের কারোর ইনিংসই উল্লেখযোগ্য নয়।
ব্যাটে ঝড় তুলে দলীয় ২৫৫ রানে উইকেট ছাড়া হন সাইফ। এর আগে ১১০ বলে খেলেন ১১৭ রানের ইনিংস! এতে রয়েছে ১২টি চার ও তিনটি ছক্কার মার!
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ৫০ রানে চারটি উইকেট নেন পেসার শিরন ফের্নান্দো। তিনটি উইকেট বিশ্ব ফের্নান্দো।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
সানবিডি/ঢাকা/এসআই