আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ না পাওয়ায় হতাশ ইয়ান বেল। বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে বেলকে রাখেনি।
এরপরই নিজের টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন ৩৩ বছর বয়সি ডান-হাতি এই ব্যাটসম্যান। বেল বাদে আদিল রশিদকেও দল থেকে ছেঁটে ফেলেছেন নির্বাচকরা। তবে গ্যারি ব্যালান্স ও নিক কম্পটনকে দলে সুযোগ দেওয়া হয়েছে।
বাদ পড়ার পর নিজের প্রতিক্রিয়ায় টেস্টে ইংল্যান্ডের হয়ে অষ্টম সর্বাধিক রান সংগ্রহকারী জানান, ‘আমি মনে করি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আমাকে দলে নেওয়া উচিৎ ছিল। আমি এই সফরের জন্য নিজেকে পুরোপুরি তৈরি করতে খুব পরিশ্রমও করছিলাম।’ তিনি টুইটে আরও যোগ করেন, ‘গত এগারো বছরে এই প্রথমবার নিজের পরিবারের সঙ্গে শীতকালে ছুটি কাটাবো।’
জাতীয় দলে তাঁর সতীর্থ স্টুয়ার্ট ব্রড বেলের সমর্থনে জানান, ‘বেল খুব নিষ্ঠার সঙ্গে কাজ করত। তবে টেস্ট দল থেকে বাদ পড়ার পর চায় না তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাক। আশা করি এরপর ও লড়াই করে আবারও জাতীয় দলে ফিরে আসবে।’
আসন্ন প্রোটিয়া সফরে ইংল্যান্ড চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে। বর্তমানে আমলা-ডিভিলিয়ার্সরা ভারত সফরে রয়েছেন। যেখানে তাঁদের এখনও দুটি টেস্ট খেলা বাকি। চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয়টি আগামী ২৫ নভেম্বর নাগপুরে শুরু হবে।
সানবিডি/ঢাকা/রাআ