যারা আয়কর দেয়ার যোগ্যতা রাখে তাদের কাছ থেকে কর আদায় করা কোনো অপরাধের কাজ নয়, এটা প্রত্যেকের দায়িত্ব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের রাজস্ব সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, যারা কর দেয়ার যোগ্যতা রাখে তাদের কাছ থেকে আয়কর আদায় করতে হবে। তা করা কোনো অপরাধের কাজ নয়। কর যোগ্যদের কাছ থেকে কর আদায় করা দায়িত্ব। এক্ষেত্রে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের ছাড় দেয়া হবে না। তবে যেখানে সাধারণ মানুষ উপকৃত হবে সেখানে ছাড় দেয়া হবে না।
২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় বাজেটের প্রতিটি বিষয় যুক্তিযুক্ত ও বাস্তবায়নযোগ্য উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব আদায়ের জন্য একমাত্র প্ল্যাটফরম এনবিআর। জাতীয় বাজেটে যা ঘোষণা করা হয়েছে, সেটা বাস্তবায়ন করতে হবে। কোনো সংযোজন বিয়োজন হবে না। নতুন করে কোনো এসআরও জারি করা যাবে না। যদি করতে হয় আলাদা ফাইল খুলে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে। বাজেটে যা আছে আমাদের অবশ্যই অর্জন করতে হবে।
তিনি বলেন, আজ রাজস্ব আদায় কম হওয়ার অনেক কারণ শুনতে হয়েছে। পরবর্তী মিটিংয়ে রাজস্ব কম হওয়ার কারণ বলতে পারবেন না। সামনে লক্ষ্য নির্ধারণ করা আছে সেটা বাস্তবায়নযোগ্য। বাস্তবায়ন করার জন্য জনবল বাড়ানে হবে। প্রয়োজনে এক লাখ জনবল দিবো।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠানটির আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সদস্য ও কমিশনাররা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস