সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বিনিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এসব কাগজপত্র দেওয়ার জন্য বলা হয়েছে।
আজ কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।