ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সদস্য শাহ মোহাম্মদ সগির এন্ড কোম্পানির ব্রোকারের লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে প্রতিষ্ঠানটির ডিপি লাইসেন্সও স্থগিত করা হয়েছে। আজ কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, গত এক মাসে প্রতিষ্ঠানটি দুইবার সেটেলমেন্টে ব্যর্থ হয়েছে। এই জন্য ডিএসই প্রতিষ্ঠানটির লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটিতে সম্মিলিতভাবে গ্রাহকদের ১.৯৮ কোটি টাকার ঘাটতি রয়েছে।
জানা গেছে, বিএসইইসর কাস্টমার কমপ্লেইন্ট অ্যাড্রেস মডিউল (সিসিএএম) ইতোমধ্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৬টি অভিযোগ জমা পড়েছে। এই অনিয়ম উদঘাটনের জন্য ডিএসইকে একটি তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছে বিএসইসি। ডিএসইর পরিদর্শন টিমকে আগামী ২ সপ্তাহের মধ্যে বিএসইসিতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ, এই সময়ে চাইলে প্রতিষ্ঠানটির গ্রাহকরা লিংকের এ্যাকাউন্টের মাধ্যমে অন্য জায়গায় বিও ট্রান্সফার করতে পারবে। এই জন্য ডিএসই ও সিডিবিএলে যোগাযোগ করতে হবে।