পুঁজিবাজারের চলমান সংকট উত্তোরণে আজ বিকেল ৪টায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সঙ্গে জরুরি বৈঠকে বসবে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।
ডিবিএ’র সভাপতি মো: শাকিল রিজভীর নেতৃত্বে আইসিবি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজারের চলমান মন্দা পরিস্থিতি থেকে কিভাবে বের হওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
জানা যায়, পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতনে তিন বছরের সর্বনিম্ন অবস্থানে সূচক নেমে এসেছে। ধারাবাহিকভাবে বাজার মূলধন ও দৈনিক লেনদেনের পরিমাণ কমছে। এতে বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারাচ্ছেন।
অন্যদিকে সিকিউরিটিজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর টিকে থাকাও মুশকিল হয়ে পড়েছে। তাই অনতিবিলম্বে বাজারকে স্থিতিশীল করার জন্য নীতি নির্ধারণ পর্যায় থেকে বারংবার বৈঠকে বসে বিভিন্ন সমাধান বের করা হচ্ছে। কিন্তু কোন সমাধানই বাজারকে গতিশীল করতে পারছে না। সেই ধারাবাহিকতায় আজ বিকেলে আইসিবি’র সঙ্গে ডিবিএ বৈঠকে বসবে বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/এবিএস