ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী গত ১৩ অক্টোবর ২০১৯ তারিখে এ্যামডা ইন্টারন্যাশনাল, জাপান এর প্রেসিডেন্ট ড. শিগেরু সুগানামি, এমডি, পিএইচডি এর নিকট ব্যাংকের সিএসআর কর্মকান্ডের আওতায় ২০,০০,০০০/- (বিশ লক্ষ টাকা মাত্র) অনুদানের চেক হস্তান্তর করেন।
সোমবার (১৪ অক্টোবর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুড়িগ্রাম অঞ্চলের বন্যা প্লাবিত এলাকায় চিকিৎসা সহায়তা হিসাবে এ্যাসোসিয়েশন এফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালকে এই অনুদান দেয়া হয়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. সরদার এ নাঈম পিএইচডি, প্রেসিডেন্ট, এ্যাসোসিয়েশন এফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, বাংলাদেশ; প্রফেসর ড. জোনায়েদ শফিক পিএইচডি, সেক্রেটারি জেনারেল, এ্যাসোসিয়েশন এফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, বাংলাদেশ; জনাব সরদার এ রাজ্জাক, এক্সিকিউটিভ ডিরেক্টর, এ্যাসোসিয়েশন এফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, বাংলাদেশ এবং ড. মোঃ নিজামুল হক ভূইঁয়া, প্রফেসর, ইন্সটিটিউট অফ নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সানবিডি/ঢাকা/এবিএস