শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজের সাথে বৈঠকে বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ)।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ডিএসইতে বর্তমান বাজার পরিস্থিতি উন্নয়নের জন্য এই বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর থেকেই প্রায় বিরতিহীনভাবে দরপতন হচ্ছে পুঁজিবাজারে। কমেই চলেছে মূল্যসূচক।
এর আগে চলমান বাজারের সংকট নিরসনে সোমবার ডিবিএ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সোনালি ব্যাংক থেকে পাওয়া ২০০ কোটি টাকার পুরোটাই সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এছাড়া আইসিবিসহ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোও পুঁজিবাজারে সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করবে বলে সভায় জানানো হয়েছে।
সানবিডি/এসকেএস