কোরআন পড়তে পারে এমন কয়েকজনকে জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। মালির রাজধানী বামাকোর এক হোটেলে জিম্মি ১৭০ জনের মধ্যে থেকে কোরআন তিলাওয়াত করতে পারে এমন ব্যক্তিদের মুক্তি দেয়া হয়েছে। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির নিরাপত্তা দপ্তরের বরাত দিয়ে রয়টার্স জানায়, এটি একটি সন্ত্রাসী হামলা। পুলিশ পুরো ঘটনাস্থল সিলগালা করে রেখেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের ভেতর থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের আওয়াজ শোনা গেছে।
হোটেল কর্তৃপক্ষের দেয়া বিবৃতিতে জানা যায়, দুজন বন্দুকধারী হোটেলে উপস্থিত ১৭০ জনকে জিম্মি করে। এদের মধ্যে ১৪০জন অতিথি এবং ৩০ জন হোটেল কর্মী।
সানবিডি/ঢাকা/রাআ