পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ মূলধন বাড়াতে ৪০০ কোটি টাকার প্রিপিচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউসিবি কোম্পানির মূলধন সহয়তার জন্য অতিরিক্ত টায়ার-১ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ব্যাসেল-৩ শর্ত পূরণ করতে এবং ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে বন্ড ইস্যু করবে।
কোম্পানিটি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।
এদিকে, তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ব্যাংকের শেয়ার প্রতি কনসলিডেটেড আয় হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬৬ পয়সা। আর ব্যাংকটি এককভাবে আয় করেছে ৬৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৬৪ পয়সা।
৯ মাসে (জানুয়ারি,১৯-সেপ্টেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৬২ পয়সা। আর ব্যাংকটি এককভাবে আয় করেছে ১ টাকা ৬৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর,১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি কনসলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি)হয়েছে ২৬ টাকা ৩৪ পয়সা। আর এককভাবে ২৫ টাকা ৭৭ পয়সা।
সানবিডি/এসকেএস