চাঁদপুরের মেঘনা নদীর লগ্গীমারার চর নামক স্থানে ৪০০ যাত্রী নিয়ে ইঞ্জিন বিকল হয়ে গেছে এমভি ঈগল-২ নামের একটি লঞ্চ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। দুপুর ২.৩০ মিনিটে লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে।
চাঁদপুর নৌ টার্মিনালে দায়িত্বরত লঞ্চ মালিক প্রতিনিধি আলী আজগর সরকার জানান, লঞ্চটি বিকল হওয়ার পর কর্তৃপক্ষকে জানালে নারায়ণগঞ্জ থেকে এমভি আসসালাহ নামক অপর যাত্রীবাহী লঞ্চ উদ্ধারের জন্য আসে। ঈগল লঞ্চ ও যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর ঘাটে নিয়ে আসবেন বলে জানান তিনি।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় জানান, আধাঘণ্টা পূর্বে আমি ঈগল লঞ্চের ইঞ্জিন বিকল হওয়ার সংবাদ জেনেছি। লঞ্চটি যাত্রীদের উদ্ধারের জন্য আরেকটি লঞ্চ কার্যক্রম চালাচ্ছে। যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/রাআ