স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৩৫তম শাখা, কুমারখালী শাখা; কুমারখালী টাওয়ার, ৪৩-১০ শহিদ গোলাম কিবরিয়া সড়ক, কুষ্টিয়ার কুমারখালীতে উদ্বোধন করা হয়।
বুধবার (১৬ অক্টোবর) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ অক্টোবর ২০১৯ তারিখে ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বর্তমানে ইনডিপেনডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ নাজমুস সালেহীন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এমএস হায়দার নুরুন্নাহার, ভাইস প্রেসিডেন্ট ও বিএমওডি এর প্রধান জনাব এ, কে, এম, মনজুর আলম, এভিপি ও সিস্টেম অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান জনাব মোঃ জয়নুল আবেদীন, ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা জনাব মেজবা উদ্দিন আহমেদ, কুমারখালী শাখার ম্যানেজার কাজী এনামুল হকসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।
সানবিডি/ঢাকা/এবিএস