বরখাস্ত হওয়া খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদকে ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কর কমিশনের অনুমতি নিয়ে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নগরের বয়রা সবুরের মোড় এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসান সত্যতা নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস