জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ৩০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১০ লাখ ৪৪ হাজার ৫শ মিটার কারেন্ট জাল ও ৭৩০ কেজি ইলিশ মাছ। শুক্রবার (১৮ অক্টোবর) দিনে ও রাতে বরিশাল সদর, হিজলা, মেহিন্দগঞ্জ, মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ৩০ জনের মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বাকি ১৩ জনের বিচার প্রক্রিয়াধীন।
এছাড়া ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা ও জব্দ জালগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।