ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকা জুড়ে রয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। শীর্ষ দশের মধ্যে ৮ টি স্থানেই অবস্থান করছে ইন্স্যুরেন্স কোম্পানি। সবার শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ১৮ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৫ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৯১ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৩৮ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৭ লাখ ৬১ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৬৮ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ১০ দশমিক ২৯ শতঅংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৯ শতাংশ, বেঙ্গল উইনডোজের ৯ দশমিক ৫২ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮১ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫৮ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৯ শতাংশ দাম বেড়েছে।
সানবিডি/এসকেএস