চট্টগ্রাম নগরীতে জহুর হকার্স মার্কেটসহ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়েছে।
শনিবার ভোর পৌনে ৪টার দিকে কোতোয়ালি থানাধীন জালালাবাদ মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।
পরে আগুন জহুর হকার্স মার্কেটের দোকানেও ছড়িয়ে পড়ে। দুই মার্কেটের অন্তত ১৩০টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
জসিম বলেন, “আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্ত করে বলতে হবে।”
আগুন নেভাতে গিয়ে দুজন ফায়ার ম্যান সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, “আগুনে ১৩০টির মতো দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এর মধ্যে ২০-২৫টি দোকান হবকার্স মার্কেটের এবং বাকি দোকানগুলো জালালাবাদ মার্কেটের ।”
জহুর হকার্স মার্কেট এবং জালালাবাদ মার্কেটের ছোট ছোট দোকানগুলোতে তৈরি পোশাক বিক্রি হত। কম দামে পোশাক মেলায় তা বন্দরনগরীর জমজমাট বিপণি কেন্দ্র।
সানবিডি/ঢাকা/এসএস