বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা যাবেপ্রায় ২৫ দিনের এ টুর্নামেন্ট। যদিও বিপিএলের মূল প্রচার সত্ত্ব চ্যানেল নাইন। তাদের কাছ থেকে প্রচার সত্ত্ব কিনে নিয়েছে বিশ্বের পরিচিত বিভিন্ন চ্যানেল। এছাড়াও ভারতের দু’দুটি চ্যানেল কিনেছে বিপিএলের প্রচার সত্ত্ব।
বিশ্বজুড়ে যেসব চ্যানেলে বিপিএল দেখা যাবে তার তালিকা দেওয়া হলো:
বাংলাদেশ - চ্যানেল নাইন
পাকিস্তান - জিও সুপার
ভারত - স্টার স্পোর্টস, নিও স্পোর্টস, নিও প্রাইম
শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, দক্ষিণ এশিয়া ও হংকং - এমটিভি, এমটিভি স্পোর্টস ও স্টার ক্রিকেট
ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের - চ্যানেল নাইন ইউকে
মিডল ইস্ট - বিইআইএন
ওয়েস্ট ইন্ডিজ - স্পোর্টস ম্যাক্স
রঙিন উদ্বোধনের পর এবার অপেক্ষা মাঠের লড়াইয়ের। কাল শুরু হচ্ছে ৬ দলের হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিদিন থাকছে দুটি করে ম্যাচ। মোট ম্যাচের সংখ্যা ৩৪। দিনের প্রথম ম্যাচ দুপুর ২টায়। আর পরের ম্যাচ সন্ধ্যা পৌনে সাতটায় অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/রাআ