পুঁজিবাজারে আসতে চায় ট্রাস্ট ইসলামী লাইফ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-২২ ০৬:২৯:৪৬


পুঁজিবাজারে আসতে চায় নতুন প্রজন্মের বিমা কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। পুঁজিবাজারে আসার জন্য বিএমএসএল ইনভেস্টমেন্টর সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আনতে সোমবার কোম্পানির প্রধান কার্যালয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে চুক্তিতে সই করেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও বিমএসএল ইনভেস্টমেন্টর ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াদ মতিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএসএমএল ইনভেস্টমেন্টের ভাইস-চেয়ারম্যান আব্দুল আওয়াল, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের (ইউএফটিসিএল) পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান জাবেদ চৌধুরী, ইউএফটিসিএলের উপদেষ্টা বিমান সাহা, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মহাব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম ও কোম্পানি সচিব চৌধুরী মোঃ ফরিদ উদ্দিন

জানা গেছে, পুঁজিবাজার থেকে নির্ধারিত মূল্যে ৩০ কোটি টাকা সংগ্রহ করতে চায়।