প্রযুক্তিগত উন্নয়ন আর দ্রুত শিল্পায়নে মাথাপিছু সম্পদ বাড়ছে বাংলাদেশের মানুষের। গত এক বছরে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের সম্পদ ২.৬ শতাংশ বাড়লেও এ দেশের প্রাপ্তবয়স্কদের মাথাপিছু সম্পদ বেড়েছে ৪.৪৬ শতাংশ। আর্থিক হিসাবে ২৮৪ ডলার বা ২৪ হাজার ১৪০ টাকা (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে)।
গতকাল সোমবার সুইজারল্যান্ডের বহুজাতিক ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস প্রকাশিত ‘বৈশ্বিক সম্পদ ডাটাবুক-২০১৯’-এ বলা হয়, ২০১৯ সালের মধ্যভাগে এসে এ দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মাথাপিছু সম্পদ দাঁড়ায় ছয় হাজার ৬৪৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ ৬৪ হাজার ৬৫৫ টাকা। এক বছর আগে অর্থাৎ ২০১৮ সালের মধ্যভাগে এ দেশের প্রাপ্তবয়স্ক মানুষের গড় সম্পদ ছিল ছয় হাজার ৩৫৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ ৪০ হাজার ৫১৫ টাকা। আর প্রায় দুই দশক আগে ২০০০ সাল শেষে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের গড় সম্পদ ছিল এক হাজার ৮২ ডলার।
ক্রেডিট সুইসের হিসাবে ২০১৯ সালের মধ্যভাগ পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক ১০ কোটি ৪৮ লাখ ৭২ হাজার। এদের মোট সম্পদ ৬৯ হাজার ৭০০ কোটি ডলার। এর মধ্যে মাথাপিছু সম্পদ ছয় হাজার ৬৪৩ ডলার। মাথাপিছু আর্থিক সম্পদ এক হাজার ৩২৭ ডলার, অ-আর্থিক সম্পদ পাঁচ হাজার ৬০৫ ডলার। মাথাপিছু ঋণ ২৮৯ ডলার। এ ছাড়া প্রাপ্তবয়স্কদের মধ্যে মধ্যম আয়কারী একজন মানুষের সম্পদ দুই হাজার ৭৮৭ ডলার। প্রতিবেদনে দেখা যায়, এ দেশের মানুষের অ-আর্থিক সম্পদ বেশি। অর্থাৎ বাড়ি, গাড়ি, সোনাদানা ইত্যাদিতে বিনিয়োগ বেশি।
প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মাথাপিছু সম্পদের পরিমাণ, সম্পদ বৃদ্ধির হার, মিলিয়নেয়ারের (১০ লাখ ডলারের বেশি সম্পদ) সংখ্যা ইত্যাদি তুলে ধরা হয়।
প্রাক্কলনের ভিত্তিতে করা এ প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যযুদ্ধের পরও ধনীর দিক থেকে এ বছর চীনারা আমেরিকানদের অতিক্রম করেছে প্রথমবারের মতো। বিশ্বের শীর্ষ ১০ শতাংশ ধনীর মধ্যে চীনের রয়েছে ১০ কোটি মিলিয়নেয়ার। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের রয়েছে ৯ কোটি ৯০ লাখ মিলিয়নেয়ার।
এ বছর বিশ্বের মিলিয়নেয়ার ১১ লাখ বেড়ে হয়েছে চার কোটি ৬৮ লাখ, যাদের মোট সম্পদ ১৫৮ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের মোট সম্পদের ৪৪ শতাংশ। এ বছর যুক্তরাষ্ট্রে নতুন মিলিয়নেয়ার হয়েছে ছয় লাখ ৭৫ হাজার।
এ বছর বিনিময় হারের কারণে সম্পদ কমেছে অস্ট্রেলীয়দের। তাদের মিলিয়নেয়ার কমেছে এক লাখ ২৪ হাজার। এর পাশাপাশি ব্রিটেনের মিলিয়নেয়ার কমেছে ২৭ হাজার এবং তুরস্কের কমেছে ২৪ হাজার।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ৫৫ হাজার ৯২০ জন প্রাপ্তবয়স্কের মাথাপিছু সম্পদ কমপক্ষে ১০ কোটি ডলার। চার হাজার ৮৩০ প্রাপ্তবয়স্কের সম্পদ ৫০ কোটি ডলারের ওপরে। গত এক বছরে বিশ্বে সম্পদ বেড়েছে ২.৬ শতাংশ। আগামী পাঁচ বছরে সম্পদ ২৭ শতাংশ বেড়ে ২০২৪ সাল নাগাদ হবে ৪৫৯ ট্রিলিয়ন ডলার। এ ছাড়া বিশ্বের ৯০ শতাংশ মানুষের হাতে ১৮ শতাংশ সম্পদ, যেখানে ২০০০ সালে তাদের হাতে ছিল ১১ শতাংশ সম্পদ।
সানবিডি/ঢাকা/এসএস