নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী ক্যাম্পাস থেকে কোম্পানিগঞ্জগামী একটি বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (২২ অক্টোব) সকাল ৭ টায় ক্যাম্পাস থেকে বসুরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এ বাস। পথিমধ্যে বসুরহাটের করালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস-সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা খেয়ে সাইকেলে থাকা নির্মাণ শ্রমিক আব্দুর রহিম (২৪) নিহত হয়। নিহত আব্দুর রহিম কবিরহাট উপজেলার শুক্লবদ্ধি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহনকারী একটি বাসের ধাক্কাধাক্কি একজন নির্মাণ শ্রমিক নিহত হয়। খবর পেয়ে কোম্পানিগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দূর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, দূর্ঘটনায় কিশোরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। এ বিষয়ে তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা নিব।
সানবিডি/ঢাকা/সুবি/এসআই