ইসলামিক স্টেট (আইএস) দমনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সম্মতি দিয়েছে। বিশ্বশক্তিগুলোকে এক হতে ফ্রান্সের দেওয়া প্রস্তাব শুক্রবার অনুমোদন করেছে নিরাপত্তা পরিষদ।
গত সপ্তাহে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফ্রান্স এই প্রস্তাব দেয়। এতে জঙ্গি আইএসের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণার’আহ্বান জানায় দেশটি।
বিবিসির খবরে বলা হয়, প্যারিসে হামলার পর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বেলজিয়াম। এমন প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্স প্রস্তাবটি আনে। এতে সম্মতি দেয় বাকি রাষ্ট্রগুলো।
শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে একই সময়ে হামলায় ১২৯ জন নিহত হয়। এ হামলার দায় স্বীকার করে আইএস।
চলতি মাসে লেবাননে হামলা এবং অক্টোবরে রাশিয়ার যাত্রীবাহী বিমান ধ্বংসের দায়ও স্বীকার করে সংগঠনটি। এমন এক সময়ে আইএসের নিশ্চিহ্নে প্রস্তাব আনা হলো জাতিসংঘে। ওই প্রস্তাবে তিউনিসিয়ার সুসে এবং তুরস্কের আঙ্কারায় সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়।
সানবিডি/ঢাকা/রাআ