৩ জিবি র্যামের ফোন আনেছ স্যামসাং
প্রকাশ: ২০১৫-১১-২১ ১১:৩৪:০৩

দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং নতুন একটি মোবাইল ফোন তৈরি করবে বলে গুজব উঠেছে প্রযুক্তি জগতে সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে কোম্পানিটির নতুন ফোনটি হতে পারে ফ্লিপ ফোন।
দ্যা গার্ডিয়ানের এক খবরে দাবি করা হয়েছে, স্যামসাং ইতোমধ্যে টিইএনএএ’র কাছ থেকে ডিভাইসটি তৈরির সনদও সংগ্রহ করে নিয়েছে।
ফাঁস হওয়া তথ্যমতে, এম-এম ডব্লিউ২০১৬ মডেলের এই ফোন গ্লাস ব্যাকে তৈরি করা হবে। ডিভাইসটির চারপাশ কিছুটা বাঁকানো থাকবে। ফোনটিতে দুটি ডিসপ্লে থাকবে। এর মধ্যে বাইরে থাকবে ছোট আকারের ডিসপ্লে, আর ভেতরে থাকবে ৩.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ৩৮৩ পিক্সেল ঘনত্বের এই ডিসপ্লের রেজ্যুলেশন হবে ৭৬৮*১২৮০ পিক্সেল।
২৪০ গ্রাম ওজনের এই ফোনের পুরুত্ব ১২০.৪*৬১*১৫.১ মিলিমিটার। এতে প্রসেসর হিসেবে থাকবে এক্সিনোজ ৭৪২০ অক্টা-কোর ও অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ।
৩জিবি র্যামের এই ফোনে ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। তবে এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমোরি স্পেস বাড়ানোর সুবিধা থাকবে কিনা তা জানা যায়নি।
ডিভাইসটিতে ভিডিও রেকর্ড ও ছবি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
তবে এর দাম সম্পর্কে কোনো ধারনা পাওয়া যায়নি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













