নতুন প্রসেসর উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। নতুন প্রসেসরটির নাম এক্সিনোস ৯৯০।আগের এক্সিনোস ৯৮০ এর চেয়ে নতুন প্রসেসরটির গতি হবে ২০ গুণ বেশি।
৭ ন্যানোমিটারের এক্সট্রিম আল্ট্রাভায়লেট প্রসেসরটিতে গ্রাফিকাল পারফর্মেন্সের জন্য আছে মালি জি৭৭ জিপিইউ। অক্টাকোর প্রসেসরটিতে আছে স্যামসাংয়ের দুটি কাস্টম প্রসেসর কোর, দুটি এআরএম কর্টেক্স এ৭৬ কোর এবং চারটি স্বল্প ক্ষমতার এআরএম এ৫৫ কোর।প্রসেসরটির কারণে স্মার্টফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ।
এতে ফোনের ব্যাটারি দ্রুত ক্ষয় হলেও ৬০ হার্জের চেয়ে এতে গেইম খেলা সহজ হবে। স্ক্রলও করা যাবে স্মুথভাবে।এক ফোনে ছয়টি ক্যামেরা সাপোর্ট করবে এক্সিনোস ৯৯০। এর মধ্যে ১০৮ মেগাপিক্সেল রেজুলেশনের ক্যামেরাও থাকবে।এক্সিনোস ৯৮০ এর মতো নতুন প্রসেসরটিতে কোনো ফাইভজি মডেম যুক্ত নেই।
ফাইভজি ব্যবহারের জন্য এক্সিনোস ৫১২৩ নামের আলাদা একটি মডেম এনেছে স্যামসাং। মডেমটির ডাউনলোড স্পিড হবে সেকেন্ডে ৮ দশমিক ৩৬ গিগাবিটস। আগের মডেমের গতি ছিলো সেকেন্ডে ৩ গিগাবিটস।আগামী বছর বাজার গ্যালাক্সি এস১১ ফ্ল্যাগশিপে প্রসেসরটি ব্যবহার করতে পারে স্যমসাং।