ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১৫ দশমিক ৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৮ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৬৩ লাখ ২৬ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের দর বেড়েছে ১২ দশমিক ১৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ২১ লাখ ৭৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা আইটি কনসালটেন্টসের দর বেড়েছে ১০ দশমিক ৮০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪১ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পদ্মা অয়েলের ১০ দশমিক ৭৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১০ দশমিক ৪৮ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিটের ৯ দশমিক ৬৪ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৯ দশমিক শূন্য ১ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৭৩ শতাংশ, যমুনা অয়েলের ৮ দশমিক ৭৩ শতাংশ ও কাশেম ইন্ডাস্ট্রিজ ৮ দশমিক ২৪ শতাংশ দাম বেড়েছে।
সানবিডি/এসকেএস