বেসিক ব্যাংক লিমিটেড-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৪ অক্টোবর, ২০১৯) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ অক্টোবর) বেসিক ব্যাংক লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ. মজীদ। ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য - পরাগ, হাসান মাহমুদ, এফসিএ; রায়হানা আনিসা য়ূসুফ আলী, মোঃ মামুন-আল-রশীদ, আফরোজা গুল নাহার, মোঃ সাহেব আলী মৃধা, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম, কোম্পানি সচিব এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স এস.এফ. আহমেদ এন্ড কোং-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
সানবিডি/ঢাকা/এবিএস