নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছে, যার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার মধ্যরাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদি এলাকায় 'বন্দুকযুদ্ধের' এই ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ (৩৫) জোকারদিয়া গ্রামের নাজিম মিয়ার ছেলে।
পুলিশ বলছে, আবু সাঈদ ডাকাত দলের সদস্য। সে স্থানীয়ভাবে ছুইটকা ডাকাত নামেই পরিচিত।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আবু সাইদকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগীদের গ্রেপ্তারে মধ্যরাতে তাকে নিয়ে হাইজাদী ইউনিয়নের ইলুমদি এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে সাইদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দু'পক্ষের গোলাগুলির মাঝে পড়ে সাইদের মৃত্যু হয়।
তিনি জানান, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আবু সাইদ ওরফে ছুইটকা ডাকাতের বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস