পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ আইন ভেঙে শেয়ারহোল্ডারদের জন্য বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ জন্য কোম্পানিটিকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কনফিডেন্স সিমেন্টের উদ্যোক্তা এবং পরিচালকরা সম্মিলিতভাবে সর্বনিম্ন ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যা ডিএসইর নোটিফিকেশন বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২১৭/অ্যাডমিন/৯০ বিধিবিধানের বিরোধী। এজন্য কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারনে ব্যর্থতার পরও কেন বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে তা জানাতে কোম্পাটিকে চিঠি দিয়েছে ডিএসই।
সানবিডি/এসকেএস