একাত্তরের মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রাণভিক্ষা চাওয়া নিয়ে তার নিজের দল বিএনপি ও তার পরিবার ভিন্নমত প্রকাশ করেছে।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি প্রাণভিক্ষা চাইবেন না।
এদিকে কারাগারে সাকা চৌধুরী আনুষ্ঠানিকভাবে প্রাণভিক্ষা চেয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কাছ থেকে জেনেছি, তারা যখন কারাগারে দেখা করতে যান তখন সালাউদ্দিন কাদের চৌধুরী জানিয়েছেন তিনি প্রাণভিক্ষা চাইবেন না।’
এ সময় গয়েশ্বরের পাশে তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও তার দুই ছেলে উপস্থিত ছিলেন।
গয়েশ্বরের এই বক্তব্যের পর ফারহাত কাদের বলেন, ‘বিষয়টি এমন নয়, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণভিক্ষা চাইবেন কি না সে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।’
অবশ্য সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।