কক্সবাজারের উখিয়ায় সমুদ্র থেকে ৮ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করেছেন র্যাব-১৫ এর সদস্যরা। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা।
সোমবার সকালে উখিয়ার ইনানী সংলগ্ন সমুদ্রে পথে ইয়াবার চালানটি প্রবেশের সময় আটক করা হয়। এ সময় টেকনাফের রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ জামাল হোসেন নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের র্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ। তিনি জানান, সমুদ্রে অভিযান চালিয়ে আট লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। এ বিষয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মিয়ানমার থেকে সমুদ্রেপথে মাছ ধরার ট্রলারে থেকে ইয়াবার একটি চালান আটক করা হয়েছে। আটক ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪০ কোটি টাকা।