কড়া নিরাপত্তা চায় অস্ট্রেলিয়া
আপডেট: ২০১৫-০৯-২৭ ১৯:১৫:৪৯
ঢাকায় এসেই তারা সরাসরি চলে যান গুলশানস্থ অস্ট্রেলিয় হাইকমিশন অফিসে। সেখানে অস্ট্রেলিয় কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা সেরে নেওয়ার পর অল্প সময়ের জন্য সৌজন্য বৈঠকে বসেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে।
এরপর অস্ট্রেলিয় নিরাপত্তা পরিদর্শক দল বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা গুলোর সঙ্গে। কাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তারা। এরপর দেখা করার কথা বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে। অস্ট্রেলিয়া দল সঠিক সময়েই ঢাকা আসছে কিনা বা সফর বাতিল বা বিলম্বিত হবে কিনা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তখন।
জানা গেছে, সকালে ঢাকায় এসে অস্ট্রেলিয় দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে প্রথমে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অবহিত হোন প্রতিনিধি দল। বাংলাদেশ সরকারের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে নিরাপত্তা বিষয়ে ধারণা নেন তারা। কাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে কড়া নিরাপত্তা চাওয়া হবে বলেই মনে করা হচ্ছে। প্রতিতিধি দল কাল দেখা করবেন র্যাব ও পুলিশ প্রধানের সঙ্গেও।
এদিকে অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা নিতে প্রস্তুত সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নেই। সেই সুযোগও এখানে নেই। বাংলাদেশ পুরোপুরি নিরাপদ। তারপরেও অস্ট্রেলিয়া যদি বাড়তি নিরাপত্তা চায় তাহলে আমরা তা দিতে প্রস্তুত আছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আজ বিকালে সাংবাদিকদের বলেন,‘ আমি সিরিজ নিয়ে কোন শঙ্কা দেখছি না। তারা যদি আরো নিরাপত্তা চায়, আমরা দিব। আমি মনে করি সূচী অনুযায়ী সিরিজ হবে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু অস্ট্রেলিয় সরকারের কাছ থেকে নিরাপত্তা জনিত সর্তকবার্তা পাওয়ার পর সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঢাকাটাইমস