যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ
প্রকাশ: ২০১৫-১১-২১ ১৫:৫১:৩৭
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ৬৭নং ভবনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেহগনি সহ বিভিন্ন প্রজাতির ৫/৭ টি গাছ কেটে ফেলেন স্থানীয় ৭ নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা মোশারফ হোসেন ও তার সমর্থকরা। স্কুল কমিটিকে না জানিয়ে সকলের অগোচরে স্কুলের বন্ধ থাকা কালীন সময়ে গাছ কেটে বিক্রি করে দেন তারা। এ ব্যাপারে গত ১৬ নভেম্বর বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন নাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় জাকির হোসেন ও ইলিয়াস হোসেন জানান, আমরা দীর্ঘ সময়ে দেখেছি জেনেছি মসজিদের সামনের জায়গাটি মসজিদের তবে এখন গাছ কাটার পর খোজ খবর নিয়ে জানা যায় মসজিদের ৮ শতাংশ জমি ব্যতিত বাকি জায়গা বিদ্যালয়ের নামে লিখিত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন এ প্রতিবেদককে জানান, স্থানীয় মেম্বার মোশারফ হোসেন বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তিনি এলাকার অবৈধ গ্যাস সংযোগ, জায়গা জমি দালালিসহ নানা অনিয়ম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এলাকায় একক আধিপত্য বিস্তার করে নেন। যুবলীগের নেতা হওয়ার কারনে তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। তারা আরো জানান, তিনি বিভিন্ন কৌশলে একে অন্যের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে বিচার শালীসির মাধ্যমে নিজেরা ফায়দা লুটে নেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, গাছ কাটার ঘটনা ঘটেছে সত্য তবে আমি জড়িত নই। জনগনের সুবিধার্থে মসজিদ কমিটি গাছ কেটেছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান জানান, বিদ্যালয়ের গাছ কাটার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার আ.ফ.ম জাহিদ ইকবাল জানান, গাছ কাটার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভুঞাঁ জানান, সরকারী গাছ কাটার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/এসজে/এসএস