রংপুরের মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ আগুন লাগে।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অধিনায়ক কাজল মিয়া সমকালকে বলেন, মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল জুট মিলে দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। জুট মিলটির মালিক স্থানীয় ওয়াহেদ চৌধুরী। আমাদের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। মিলে প্রচুর পরিমান পাট থাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সানবিডি/ঢাকা/এসএস