সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯২ লাখ টাকার।
৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে মুন্নু সিরামিক।
লেনদেন তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : লিগ্যাসি ফুটওয়্যার, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, ভিএফএস থ্রেড ডাইং, স্ট্যান্ডার্ড সিরামিক, সিলকো ফার্মা এবং গ্লোবাল হেভি কেমিক্যাল।
সানবিডি/এসকেএস