শরীয়তপুরের ডামুড্যায় এক প্রতিবন্ধী শিশুকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় বাগানে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে মামুন গোলদার নামে এক যুবককে গ্রেফতার করেছে ডামুড্যা থানা পুলিশ। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলা হয়েছে। আসামিকে আজ দুপুরে কোর্টে সোপর্দ করা হয়েছে।
ডামুড্যা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধনই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিল। এ সময় পার্শ্ববর্তী সৈয়দ বস্তা গ্রামের মামুন গোলদার (৩৫) নামে এক যুবক ঐ শিশুটিকে একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি তার মা-বাবার কাছে ঘটনা বলে দেয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ডামড্যা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে ডামুড্যা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। এ দিকে পুলিশ শিশুটিকে শরীয়তপুর সদর হাসপালে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করেছে।
এ ব্যাপারে প্রতিবন্ধী শিশুর বাবা বলেন, আমার প্রতিবন্ধী শিশুটিকে যে সর্বনাশ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ডামুড্যা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস