গ্রিসের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-৩০ ১৩:০২:০৬


গ্রিসের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সেখানকার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় অ্যাথেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ- গ্রিস : ব্যবসায়িক সুযোগ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

সরকারিভাবে ইউরোপ সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী একদিনের জন্য গ্রিস সফর করেন। বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

আলোচনায় গ্রিসের ব্যবসায়ীদের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের ব্যবসায় বান্ধব পরিবেশ সম্পর্কে জানান এবং তাদের বাংলাদেশ সফর করার আহ্বান জানান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের জন্য বিবেচ্য কয়েকটি মূল বিষয় হিসাবে বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ প্যাকেজ, অবকাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতা চিহ্নিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিনিয়োগ করে বিনিয়োগকারীদের মুনাফার অর্জনের পাশাপাশি বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে দুপক্ষেরই লাভবান হওয়া সুযোগ রয়েছে।

গ্রিসের ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। গ্রিসের আমদানিকারকদের বাংলাদেশের শিল্প মানের পণ্য আমদানির পরামর্শ দেন ড. মোমেন। এছাড়া তিনি পর্যটন, শিপিং, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে গ্রিসের প্রত্যক্ষ বা যৌথ বিনিয়োগ আহ্বান জানান।

এটি অ্যাথেন্সে আয়োজিত বাংলাদেশের প্রথম ব্যবসায়িক সম্মেলন। যেখানে গ্রিসের বিভিন্ন ব্যবসায়িক খাতের অংশগ্রহণ করে। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থা সম্পর্কে গ্রিসের ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া এসিসিআইয়ের সভাপতি কনস্ট্যান্টাইন মাইকেলস, বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনসহ অন্যান্যরা সেমিনারে বক্তব্য রাখেন।
সানবিডি/ঢাকা/এসএস