পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্ট্যাইল ক্রাফটের পরিচালনা পর্ষদ পণ্যের লাইন সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ভবিষ্যৎ ব্যবসা বাড়ানোর জন্য পণ্যের লাইন সম্প্রসারণ করবে। একারণে বিএমআরই প্রকল্পে ৭ কোটি ৬ লাখ টাকা অনুমোদন করেছে।
স্টাইল ক্রাফট গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭ টাকা ৭৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৬৬ টাকা ৭ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
সানবিডি/এসকেএস