পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো-মোজাফ্ফর হোসেন স্পিনিং, আরএসআরএম স্টিল, সোনারগাঁ টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল ও সাভার রিফ্যাক্টরিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মোজাফ্ফর হোসেন স্পিনিং
সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ২ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৯৩ টাকা। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়ে ১৫.৬১ টাকা। এসময় কোম্পানিটির নগদ কার্যকরী অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪.০১ টাকা।
আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
আরএসআরএম স্টিল
আরএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে। তবে এই ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে।।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫.৫৮ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়ে ৪৯.৪৮ টাকা।
আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।
সোনারগাঁ টেক্সটাইল
সমাপ্ত হিসাববছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে।
সমাপ্ত অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৯ টাকা ৪৪ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
প্রাইম টেক্সটাইল
সমাপ্ত হিসাববছরের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে।
সমাপ্ত অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ০.৫৪ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়ে ৪৮.৪৩ টাকা।
এসময় কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৯৩ টাকা ।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
সাভার রিফ্যাক্টরিজ
সমাপ্ত হিসাববছরের কোন ডিভিডেন্ড না প্রদানের সুপারিশ করেছে। অর্থাৎ কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ১.১৩ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়ে ৪.০৪ টাকা।
এসময় কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৯ টাকা (নেগেটিভ)।
সানবিডি/এসকেএস