পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার আজ বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হলো: সিএনএ টেক্সটাইল, ইভেন্স টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, মেঘনা কনডেন্সড মিল্ক, ন্যাশনাল টিউবস, আরএন স্পিনিং এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সিএনএ টেক্সটাইলের শেয়ার দর ৫.২৬ শতাংশ বা ০.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২ টাকায় লেনদেন হয়েছে। ইভেন্স টেক্সটাইলের শেয়ার দর ১০ শতাংশ বা ০.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৯০ টাকায় লেনদেন হয়েছে।
গোল্ডেন হার্ভেস্টের শেয়ার দর ১৭.২৪ শতাংশ বা ৪ টাকা কমে সর্বশেষ ১৯.২০ টাকায় লেনদেন হয়েছে। মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ৫.৯৮ শতাংশ বা ০.৭০ টাকা কমে পেয়ে সর্বশেষ ১১ টাকায় লেনদেন হয়।
ন্যাশনাল টিউবসের শেয়ার দর ৯.৯৬ শতাংশ বা ১৩.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৫২.৪০ টাকায় লেনদেন হয়। আরএন স্পিনিংয়ের শেয়ার দর ৭.১৪ শতাংশ বা ০.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩ টাকায় লেনদেন হয়। এছাড়া ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ শতাংশ বা ৪.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৯.৫০ টাকায় লেনদেন হয়।
সানবিডি/এসকেএস