কুরবানীর গরুর গোশতের টুকরোয় “আল্লাহু”!

আপডেট: ২০১৫-০৯-২৭ ১৯:৩১:৩৬



Cow 01অবিশ্বাস্য হলেও সত্য যে, এবার কুরবানীর গরুর গোশতের টুকরোয় আরবী হরফে লেখা “আল্লাহু”! বিস্ময়কর এ ঘটনাটি ঈদের দিন রাতে খুলনার ফুলতলার জামিরা ইউনিয়নের পিপরাইল গ্রামের দিনমজুর ওহিদুল শেখ (৪০) এর বাড়িতে।

ওহিদুল শেখের স্ত্রী ফরিদা বেগম (৩৫) জানান, ঈদের দিন বিকালে স্থানীয় জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. মামুন রহমানের বাড়ি থেকে কুরবানী করা গরুর বিতরণকৃত কিছু পরিমান গোশত এনে সন্ধ্যার পর রান্না শুরু করি। অনেক সময় ধরে আগুন দিয়ে কড়াইতে জ্বালানোর পরও গোশতের একটি টুকরা ঝলমল করতে থাকে।

খেয়াল করলে দেখা যায়, ঝলমলকৃত গোশতের টুকরাটিতে আরবী হরফে “আল্লাহু” লেখা। তখন সেটি নামিয়ে রাখা হয়। মুহর্তের মধ্যে বিষয়টি চাউর হয়ে পড়লে উৎসুক জনতার ভিড় নামে ঐ বাড়িতে।

এ ব্যাপারে চেয়ারম্যান ড. মামুন রহমান মুঠো ফোনে বলেন, পেশাগত কারণে বর্তমানে লন্ডনে অবস্থান করছি। তবে এলাকার দু:স্থ মানুষের জন্য ২টি গরু ও ১টি ছাগল কুরবানী দেয়া হয়েছে।

আমার অনুপস্থিতিতে ছোটবোন দিল আফরোজ সেটি বিলি বন্টন করে। গত ২ দিন ধরে দুর দরন্ত থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষেরা “আল্লাহু” লেখা গোশতের টুকরাটি দেখতে আসছে।

সানবিডি/তাপস/এস