সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লংঘনের অপরাধে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনসের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার বিএসইসির ৭০৩তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৪ এবং ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক হিসাব বিবরণী এবং utilization of rights issue proceeds এর বিশেষশ নিরীক্ষার জন্য বিশেষ নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। বিশেষ নিরীক্ষক এর রিপোর্ট অনুযায়ী জেনোরেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ এবং ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের বার্ষিক হিসাব বিবরণী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২(২) লংঘন করেছে; যথাযথভাবে রাইট ইস্যু তহবিল ব্যবহার করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে রাইটসস শেয়ার অফার ডুকমেন্ট এর প্যারাগ্রাফ ৮(k) এর ইমপ্লেমেনটেশন সিডিউল এবং রাইট শেয়ার অফার ডকুমেন্ট এর কন্ডিশন রিকুয়ারমেন্টস ১৪ ও ১৮ লংঘন করেছে; অডিট ফার্ম হিসেবে আতা খান অ্যান্ড কো:, চার্টার্ড অ্যাকাউন্টস দ্বারা ধারাবাহিকভাবে ৩ বছরের অধিক নিরীক্ষা করার মাধ্যমে কমিমনের সংশ্লিষ্ট আদেশ লংঘন করেছে এবং হেড অব ইন্টারনাল অডিট এবং ইনডিপেনডেন্ট ডাইরেক্টরস যথাযথ নিয়মে নিয়োগ না দেওয়ার মাধ্যমে কমিশনের কর্পোরেট গর্ভনেন্স গাইডলাইনস এর শর্ত লংঘন করেছে।
উক্ত সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লংঘনের জন্য কমিশন জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ৫ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া আতা খান অ্যান্ড কো: চার্টার্ড অ্যাকাউটেন্টস বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডকে বিধি বহির্ভূতভাবে তিন বছরের অধিক নিরীক্ষা করায় এবং আতা খান অ্যান্ড কো:, চার্টার্ড অ্যাকাউনটেন্টস উপরোক্ত সিকিউরিটিজ আইন ও বিধি বিধান সমূহ লংঘন তার অডিট ওপেনিয়ন এ অন্তর্ভূক্ত করতে ব্যর্থ হওয়ায় সিকিউরিটিজ আইন ও বিধি বিধানসমূহ লংঘিত হয়েছে। এজন্য আতা খান অ্যান্ড কো:, চার্টার্ড অ্যাকাউনটেন্টসের বিষয়টি ব্যবস্থা গ্রহণের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) তে প্রেরণ এবং কমিশনের অডিট প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীহ হয়।
সানবিডি/এসকেএস