

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে।বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কারাগারে গেছেন বলে জানা গেছে। এদিকে সালাউদ্দিন কাদের ও আলী আহসান মুজাহিদের পরিবারের সদস্যরা রাত সাড়ে নয়টার দিকে তাদের সঙ্গে দেখা করতে কারাগারে যান। তারা এখনও সেখানে অবস্থান করছেন।