যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর পরবর্তী কর্মসূচি হাতে নিয়েছে দলটি। মুজাহিদের ফাঁসি হয়ে যাওয়ার পর সোমবার (২৩ নভেম্বর) সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে তারা। এছাড়া মুজাহিদের জন্য রোববার (২২ নভেম্বর) গায়েবানা জানাজা দেওয়া হবে।
জামায়াতের কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুত তওয়াব এ কথা জানিয়েছেন। এরই মধ্যে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ফোন করে কর্মসূচির কথাও নেতাকর্মীকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ফাঁসি ঠেকানোর সর্বশেষ সুযোগ নিয়ে শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মুজাহিদ। কিন্তু রাতে সে আবেদন নাকচ হয়ে যায়। এর ফলে রাতের মধ্যেই ফাঁসি কার্যকর হচ্ছে বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে।