মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড আগে কার্যকর করা হবে। এর কয়েক মিনিটের ব্যবধানে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের রায় কার্যকর করা হবে বলে কারা কর্তৃপক্ষের একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি আরো জানিয়েছে, দুজনেরই ফাঁসি কার্যকর করা হবে রাত ১২টার পর।
সূত্রটি আরো নিশ্চিত করেছে ১২টা ১মিনিটে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকর করা হবে। তারপর মুজাহিদের। অপরদিকে রাত ১০টা ৫৮ মিনিটে আলী আহসান মো. মুজাহিদের পরিবার ও স্বজনরা কারাগারে প্রবেশ করেছেন।