দুদক কার্যালয়ে সাকিব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১৪:৫১:১১

দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েছিলেন সদ্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান।
রোববার সকাল পৌনে ১১টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান সাকিব। সেখানে প্রায় ১ ঘণ্টা অবস্থানের পর বের হয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, সাকিব দুদকের শুভেচ্ছা দূত। তিনি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে গত ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে তার এক বছরের সাজা স্থগিত করা হয়েছে। আইসিসির কোড অব কনডাক্টের তিনটি ধারা ভাঙায় সাকিব এই শাস্তি পেয়েছেন। সাকিব তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ মেনে নিয়েছেন সাকিব। ভুল স্বীকার করায় সাজার মেয়াদ দুই বছর থেকে কমিয়ে এক বছর করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন তিনি।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












