দর বৃদ্ধির শীর্ষে হাক্কানী পাল্প
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১৬:৩৩:৫৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার ২৬ দশমিক ৬৭ শতাংশ দর বেড়েছে। আর ৭১০ বারে ২ লাখ ১২ হাজার ৭৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিং লিমিটেডের দর বেড়েছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। প্রতিষ্ঠানটি ৫৮১ বারে ১৯ লাখ ৬৫ হাজার ৩৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৭ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা অ্যাপোলে ইস্পাত লিমিটেডের দর বেড়েছে ১০ শতাংশ। প্রতিষ্ঠানটি ৪১৬ বারে ১৯ লাখ ১০ হাজার ৬৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ৯ দশমিক ৮৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯ দশমিক ৩৩ শতাংশ, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্সের ৯ দশমিক ০৯ শতাংশ, মার্কেইনটাইল ইন্সুরেন্সের ৮ দশমিক ২৫ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭ দশমিক ৭৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭ দশমিক ২৭ শতাংশ এবং আরএসআরএম স্টীলের ৫ দশমিক ৮৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












