মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন তার পরিবারের সদস্যরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুজাহিদের পরিবারের ২৭ সদস্য কারাগারে প্রবেশ করেন। রাত ১২টা ২০ মিনিটে তারা কারাগার থেকে বের হন।
এর আগে মানবতাবিরোধী অপরাধে আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে কারাগারে দেখা করেন তার পরিবারের ৩৫ সদস্য। তারা প্রায় সোয়া এক ঘণ্টা কারাগারের ভেতরে অবস্থান করেন।